সামনে পুরভোট কড়া নাড়ছে। সোমবার নেতাজি ইনডোরে নতুন কর্মসূচি ঘোষণা করতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাল কাজ করলে টিকিট পাওয়া নিশ্চিত। নতুন ও পুরনোদের মিলেমিশে কাজ করতে হবে। দলের পুরনো কর্মীরা মান অভিমান করে বসে আছেন। তাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। পুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর। তিনি বলেন,প্রত্যেক দিন নিয়ম করে ঘন্টা দুয়েক চায়ের দোকানে বসুন। বলুন দলের কথা। বারবার বলছি। আর বলব না। চেয়ার পেয়ে গিয়ে দলকে ভুলে গেলে দলও আপনাকে ভুলে যাবে।দলের থেকে কেউ বড় নয়। ভাল কাজ করলে টিকিট পাবে, নইলে অন্য দলে চলে যাও। আমি নেতা তৈরি করে নিতে পারব।সারা বছর গণতন্ত্রের চর্চা করুন। তাহলে ভোটের সময় গণতন্ত্রের চর্চা করতে হয় না।