উস্কানি দেওয়ার অভিযোগ মামলা দ্রুত শুনানির আর্জি, বুধবার শুনবে শীর্ষ আদালত

দিল্লির হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপি নেতা কপিল মিশ্র সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। সোমবার, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়ে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টির দ্রুত শুনানি হওয়া উচিত। সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত বলে জানিয়েও প্রধান বিচারপতি এস এ বোবদে বুধবার মামলার শুনানির দিন ধার্য করেন।

হিংসা কবলিত ৫ ব্যক্তি কপিল মিশ্র সহ কয়েকজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করেন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাটি ৬ সপ্তাহের জন্য মুলতবি রাখেন। প্রধান বিচারপতি বোবদে প্রশ্ন তোলেন, কেন মামলাটি এতদিন মুলতবি রেখেছে হাইকোর্ট? পরে তিনি বলেন, “আমরা বুধবার মামলাটি শুনব। কী করা যায় দেখা যাক।”

আরও পড়ুন-‘গোলি মারো’ স্লোগানের জের, ধৃত ৩ বিজেপি কর্মী

Previous articleবিজেপি ২০০ সিট কেন টার্গেট করেছে? কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার
Next article‘সামনা’র নতুন সম্পাদক উদ্ধবের স্ত্রী রশ্মি ঠাকরে