ফের পিছোচ্ছে ফাঁসি, এবার রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা দোষী পবনের

মঙ্গলবারও সম্ভবত ফাঁসি হচ্ছে না নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর। সোমবার সকালে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর তড়িঘড়ি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে অন্যতম অপরাধী পবন গুপ্তা। নিয়মমত, রাষ্ট্রপতি ক্ষমার আর্জি খারিজ করলেও প্রাণদণ্ডের আগে চোদ্দদিন সময় দিতে হয় দোষীদের। সেক্ষেত্রে কাল ফাঁসি দেওয়া যাবে না। তিহাড় জেলকোড অনুযায়ী, একই অপরাধের জন্য সবার শাস্তি একইসঙ্গে কার্যকর করতে হবে। তাই পবনের আর্জির কারণে ফাঁসি বিলম্বিত হবে বাকিদেরও।

Previous article৩৭০ ধারা বিলোপ: সাত সদস্যের বেঞ্চে মামলা পাঠানোর আর্জি খারিজ
Next articleফাঁসি পিছনোর আর্জি খারিজ পাটিয়ালা হাউস কোর্টে