Tuesday, August 12, 2025

সাত বছর পর দলের সম্মেলনে কুণাল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন?

Date:

সাত বছর নেতাজি ইন্ডোরে সোমবার তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এর আগে ২১ জুলাই বা ২৮ অগাস্টসহ কিছু জনসভায় দেখা গেলেও দলের নিজস্ব সম্মেলনে তাঁকে দেখা গেল দীর্ঘকাল পর। কুণালকে দেখেই সৌজন্যে এগিয়ে আসেন নেতা-কর্মীরা। চলে সেলফি তোলার ধুম্। বিভিন্ন জেলার কর্মীরা এসে দেখা করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:
” আমি তো কখনও দল ছাড়ি নি। যারা কোনো ইস্যুতে মতপার্থক্য হলেই দলবদলায়, আমি সেই তালিকায় পড়ি না। আমি পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের কর্মী।”

কুণাল বলেন,” পরিবর্তনের আন্দোলন করে দলকে ক্ষমতায় আনা সেই সময়ের কঠিন কাজ ছিল। কিন্তু ক্ষমতাসীন দলকে দীর্ঘদিন সুস্থ শরীরে রাখাটাও কম বড় কাজ নয়। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতায় থাকা দলের শরীরে কিছু অবাঞ্ছিত মেদ জমার প্রবণতা থাকে। বামফ্রন্টও সেটা সামলাতে পারে নি। এখন দেখছি মমতাদি তো দলের শীর্ষে আছেনই; তারপর নতুন প্রজন্ম হিসেবে অভিষেক এখন থেকেই দলের এই মেদ ঝরানোর চেষ্টা করছে। আমার মনে হয় এই মানসিকতা ও কর্মসূচিগুলি সময়োপযোগী।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,” এদিনের সম্মেলন থেকে দলের ত্রিমুখী বার্তা অনুভব করলাম। প্রথমত, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতা। দ্বিতীয়ত, তৃণমূল সরকারের উন্নয়নের কাজ। তৃতীয়ত, সংগঠনকে আরও সুসংহত করা। আবেগ এবং সাংগঠনিক কাঠামো মিলিয়ে আরও নিবিড় জনসংযোগের কাজ শুরু হচ্ছে।”
একাধিক প্রশ্নের জবাবে কুণাল বলেন,” দলের বিষয়। আমার কোনো মন্তব্য নেই।”

আরও পড়ুন-ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version