Monday, November 10, 2025

সাত বছর পর দলের সম্মেলনে কুণাল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন?

Date:

সাত বছর নেতাজি ইন্ডোরে সোমবার তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এর আগে ২১ জুলাই বা ২৮ অগাস্টসহ কিছু জনসভায় দেখা গেলেও দলের নিজস্ব সম্মেলনে তাঁকে দেখা গেল দীর্ঘকাল পর। কুণালকে দেখেই সৌজন্যে এগিয়ে আসেন নেতা-কর্মীরা। চলে সেলফি তোলার ধুম্। বিভিন্ন জেলার কর্মীরা এসে দেখা করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:
” আমি তো কখনও দল ছাড়ি নি। যারা কোনো ইস্যুতে মতপার্থক্য হলেই দলবদলায়, আমি সেই তালিকায় পড়ি না। আমি পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের কর্মী।”

কুণাল বলেন,” পরিবর্তনের আন্দোলন করে দলকে ক্ষমতায় আনা সেই সময়ের কঠিন কাজ ছিল। কিন্তু ক্ষমতাসীন দলকে দীর্ঘদিন সুস্থ শরীরে রাখাটাও কম বড় কাজ নয়। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতায় থাকা দলের শরীরে কিছু অবাঞ্ছিত মেদ জমার প্রবণতা থাকে। বামফ্রন্টও সেটা সামলাতে পারে নি। এখন দেখছি মমতাদি তো দলের শীর্ষে আছেনই; তারপর নতুন প্রজন্ম হিসেবে অভিষেক এখন থেকেই দলের এই মেদ ঝরানোর চেষ্টা করছে। আমার মনে হয় এই মানসিকতা ও কর্মসূচিগুলি সময়োপযোগী।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,” এদিনের সম্মেলন থেকে দলের ত্রিমুখী বার্তা অনুভব করলাম। প্রথমত, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতা। দ্বিতীয়ত, তৃণমূল সরকারের উন্নয়নের কাজ। তৃতীয়ত, সংগঠনকে আরও সুসংহত করা। আবেগ এবং সাংগঠনিক কাঠামো মিলিয়ে আরও নিবিড় জনসংযোগের কাজ শুরু হচ্ছে।”
একাধিক প্রশ্নের জবাবে কুণাল বলেন,” দলের বিষয়। আমার কোনো মন্তব্য নেই।”

আরও পড়ুন-ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version