তারকেশ্বরে গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করল মন্দির ও তারকেশ্বর ট্রাস্ট। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মন্দির সূত্রে খবর, তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের কাঠামো বহু পুরনো হয়ে গিয়েছে। সেখানকার মার্বেল পাথর পরিবর্তন করার সময় হয়ে গিয়েছে।

তাই ভক্তদের কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ পুজোর কাজে কোনও ব্যাঘাত না ঘটিয়ে মন্দিরের গর্ভগৃহ সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিতে পারবেন না ভক্তরা।

কিন্তু বাইরে পুজো-অর্চনা সবকিছুই হবে বলে জানিয়েছেন তারকেশ্বর পুরোহিত মণ্ডলীর সভাপতি খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Previous articleএবার বিনামূল্যে পরিবহন পরিষেবা দেবে সরকার
Next articleকলকাতার পুরপিতাদের কড়া বার্তা অভিষেকের