Thursday, August 28, 2025

ভূমিকম্প হলে জানিয়ে দেবে যন্ত্র। শিলিগুড়ির যুবক সুব্রত পালের এই যন্ত্র আগামী দিনে পথ দেখাতে পারে দেশকে। শিলিগুড়ির মেয়র অশোক ভাট্টাচার্য সেই যন্ত্র আর তার কারিগরকে হাজির করেছেন সকলের সামনে। জানালেন, শিলিগুড়ির মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছেন, তাই তাঁকে সাধুবাদ জানাই। আমরা তাঁর জন্য গর্বিত। কর্পোরেশন এই যন্ত্র ব্যবহার করবে।

কলা বিভাগের ছাত্র হলেও সুব্রত কম্পিউটার আর তার মেরামতি নিয়ে নিজেকে ডুবিয়ে রাখেন। সেখান থেকেই উৎসাহ। ইলেকট্রনিকসের সার্কিট তৈরি করা তাঁর নেশা। ডিজি কোর নামে এই যন্ত্রের পেটেন্ট পেয়ে গিয়েছেন বছর চারেক আগে। কীভাবে ভুমিকম্প ধরা পড়বে যন্ত্রে? সুব্রত জানিয়েছেন, ভূমিকম্পের সময় ওয়েব তৈরি হয়। যন্ত্রের পেন্ডুলামে তা ধরা পড়বে। সেটাই সেন্সর তৈরি করে বার্তা পাঠাবে। অ্যালার্ম বাজতে শুরু করবে। রিখটারে ৩.৫ স্কেলে কম্পন হলেই অ্যালার্ম বাজবে। তার কারণ, তার কমে অ্যালার্ম বাজানোর পদ্ধতি থাকলে ট্রেন বা বড় গাড়ির কম্পন যন্ত্রে ধরা পড়বে। এই যন্ত্র বাড়িতে থাকলে সহজেই মানুষ বার্তা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারবেন। ডিজি কোরে আলো ও তার চার্জিংয়ের ব্যবস্থা আছে। ভূমিকম্পের সময় আলো চলে গেলে এই আলো জ্বলবে। অন্ধকারে বাড়ি থেকে বেরতে গিয়ে নানা দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। হাজার সাতেক টাকা খরচ এই যন্ত্রের। আবিষ্কারের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে কোনও শিল্পোদ্যোগী এগিয়ে এলে মানুষের সুবিধা হয়। সুব্রত চাইছেন কেউ এগিয়ে আসুন।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version