Wednesday, August 20, 2025

মধ্যপ্রদেশে সরকার ফেলতে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ কংগ্রেসের

Date:

ফের রাজনীতিতে ঘোড়া কেনাবেচার অভিযোগ। এবার স্থান মধ্যপ্রদেশ। মঙ্গলবার, রাত থেকেই নাকি ৮ জন বিধায়ককে ‘আটকে’ রেখেছে বিজেপি। দু’দিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেন, কংগ্রেস সরকার ফেলতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। দল ভাঙার জন্য কংগ্রেসের বিধায়কদের ২৫ থেকে ৩০ কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। আর এই মন্তব্যের কিছু ঘণ্টা পরেই কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মধ্যপ্রদেশের ৮ জন বিধায়ককে আটকে রাখা হয়েছে গুরুগ্রামের একটি বিলাসবহুল হোটেলে। গুরুগ্রাম হরিয়ানায়। আর সেখানে রয়েছে বিজেপি সরকার। ৪ জন কংগ্রেস ও ৪ জন নির্দল বিধায়ককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে কংগ্রেস নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার মধ্যরাতেই জিতু পাটোয়ারি-সহ মধ্যপ্রদেশ সরকারের দুই মন্ত্রী ওই হোটেলে যান। কিন্তু অভিযোগ, তাঁদের হোটেলে ঢুকতে দেয়নি পুলিশ। যদিও, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, সরকার বাঁচাতে ‘নাটক’ করছে কংগ্রেস।
মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৩০টি আসনের মধ্যে ২ জন বিধায়কের মৃত্যু হওয়ায় দুটি আসন শূন্য। এই পরিস্থিতিতে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে ১১৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের হাতে রয়েছে ১১৪ জন বিধায়ক। বিজেপির বিধায়ক ১০৭জন। বাকি দু’জন বহুজন সমাজ পার্টি, এক জন সপা এবং চারজন নির্দল বিধায়ক।
অঙ্কের হিসেবে ৮জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিজেপি। এই পরিস্থিতিতে কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও তারা হর্সট্রেডিং-এ নেমেছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও, সরকার স্থিতিশীল। প্রয়োজনীয় সমর্থন আছে বলে দাবি করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বের দাবি, বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সঙ্গে যোগযোগ করে ইতিমধ্যেই ফিরে এসেছেন।

আরও পড়ুন-করোনা: সাত দেশের জন্য ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি কেন্দ্রের

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version