Sunday, November 9, 2025

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। গোকুলামের সঙ্গে ১-১ গোলে ড্র করল লালহলুদ। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।
পুরো দ্বিতীয়ার্ধ গোকুলামকে ১০ জনে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ কোলাডোরা। খেলার শুরুতে মার্কোস যোসেফের গোলে এগিয়ে যায় গোকুলাম। ইস্টবেঙ্গলকে সামতায় ফেরায় পেরেজ। লাল-হলুদ জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের এটা প্রথম গোল। হুয়ান মেরাকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করতে ভুল করেননি পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে হয়ে যায় গোকুলাম। কিছুক্ষণের মধ্যেই পেরেজের শট পোস্টে লেগে ফেরে। আক্রমণে চাপ বাড়াতে অফ ফর্মের মার্কোসকে তুলে ক্রোমাকে নামান মারিও। তাতেও কাঙ্খিত গোল আসেনি।
গোকুলমের পক্ষে ম্যাচ ২-০ করার সুযোগ এরপরই পেয়েছিলেন মার্কোস। হেনরি কিসেক্কা বল বাড়িয়েছিলেন গোকুলম স্ট্রাইকারকে। কিন্তু তা মিরশাদের হাতে লেগে পোস্টে লেগে প্রতিহত হয়। পেনাল্টি থেকে ১-১ করে ইস্টবেঙ্গল। খুয়ান মেরা বল ধরে বিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করেন গোকুলমের হুলড্রম নওচা সিংহ। রেফারি পেনাল্টি দেন, কার্ডও দেখান দক্ষিণী দলের ডিফেন্ডারকে। বিরতির চার মিনিট পর ফের খুয়ানকেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে যেতে হয় হুলড্রম নওচা সিংহকে। গোকুলম দশ জনে খেলতে শুরু করে। আশা করা গিয়েছিল এই সুযোগ নিতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু নির্ধারতি সময় এবং তার পরের অতিরিক্ত চার মিনিট সময় পেয়েও কিছু করতে পারেননি মার্কোসরা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version