Sunday, August 24, 2025

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। গোকুলামের সঙ্গে ১-১ গোলে ড্র করল লালহলুদ। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।
পুরো দ্বিতীয়ার্ধ গোকুলামকে ১০ জনে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ কোলাডোরা। খেলার শুরুতে মার্কোস যোসেফের গোলে এগিয়ে যায় গোকুলাম। ইস্টবেঙ্গলকে সামতায় ফেরায় পেরেজ। লাল-হলুদ জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের এটা প্রথম গোল। হুয়ান মেরাকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করতে ভুল করেননি পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে হয়ে যায় গোকুলাম। কিছুক্ষণের মধ্যেই পেরেজের শট পোস্টে লেগে ফেরে। আক্রমণে চাপ বাড়াতে অফ ফর্মের মার্কোসকে তুলে ক্রোমাকে নামান মারিও। তাতেও কাঙ্খিত গোল আসেনি।
গোকুলমের পক্ষে ম্যাচ ২-০ করার সুযোগ এরপরই পেয়েছিলেন মার্কোস। হেনরি কিসেক্কা বল বাড়িয়েছিলেন গোকুলম স্ট্রাইকারকে। কিন্তু তা মিরশাদের হাতে লেগে পোস্টে লেগে প্রতিহত হয়। পেনাল্টি থেকে ১-১ করে ইস্টবেঙ্গল। খুয়ান মেরা বল ধরে বিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করেন গোকুলমের হুলড্রম নওচা সিংহ। রেফারি পেনাল্টি দেন, কার্ডও দেখান দক্ষিণী দলের ডিফেন্ডারকে। বিরতির চার মিনিট পর ফের খুয়ানকেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে যেতে হয় হুলড্রম নওচা সিংহকে। গোকুলম দশ জনে খেলতে শুরু করে। আশা করা গিয়েছিল এই সুযোগ নিতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু নির্ধারতি সময় এবং তার পরের অতিরিক্ত চার মিনিট সময় পেয়েও কিছু করতে পারেননি মার্কোসরা।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version