পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়।
তবে চাকরি বাতিল ছাড়াও আদালত এই নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তদন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়ার আসল সত্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। এই মামলায় আদালত আগেই যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)–র আওতাধীন পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে মামলা চলছিল। অভিযোগ করা হয়, যথাযথ প্রক্রিয়া না মেনে বে-আইনিভাবে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিনয় তামাং, তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আরও পড়ুন: মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! দেখলেন খাবারের গুণগতমান, খুশি সাধারণ মানুষ

–

–

–

–

–

–

–


