করোনাভাইরাসের জেরে বাতিল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর। আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সামিটে যোগ দিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বিশ্বব্যাপী ভাইরাস সংক্রমণ নিয়ে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হওয়ায় সামিট আপাতত বাতিল করার কথা জানিয়েছে বিদেশ দফতর। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রীর নতুন সফরসূচি ঠিক হবে।

আরও পড়ুন-কলকাতায় পার্কিং নিয়ে বেআইনি তোলা বন্ধ করতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা
