সংসদের অধিবেশন থেকে বহিষ্কৃত কংগ্রেসের সাত সাংসদ শুক্রবার সকাল থেকে সংসদে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেন। পরে তাঁদের সঙ্গে কিছুক্ষণের জন্য প্রতিবাদে সামিল হন দলনেতা তথা বিরোধী দলনেতা অধীর চৌধুরী। সাংসদদের সাফ কথা অন্যায়ভাবে তাঁদেরকে বহিষ্কার করা হয়েছে। দিল্লির হিংসা সারা পৃথিবীর কাছে ভারতের মাথা নিচু করে দিয়েছে। দেশের রাজধানীতে অবিশ্বাসের হাওয়া। সে বিষয় নিয়ে আলোচনা না হলে কোন বিষয় নিয়ে আলোচনা হবে? পরে অধীর বলেন, সংসদের মধ্যে ও সংসদের বাইরে সরকারের তানাশাহির বিরুদ্ধে আমরা লড়াই চালাব।
