Saturday, May 17, 2025

প্রেসিডেন্সির আন্দোলন নেমে এলো পথে

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল নিয়ে আন্দোলন চলছে গত দেড় মাস যাবৎ। হিন্দু এবং গার্লস হোস্টেলের নানা দাবি নিয়ে চলছে এই আন্দোলন। প্রথমে হিন্দু হোস্টেলের ৮ জন কর্মীকে ছাঁটাই করা ও বন্ধ থাকা ওয়ার্ডগুলি খুলে দেওয়া-সহ একাধিক দাবিতে সরব হয়েছিলেন ছাত্ররা। পরে তাঁদের সঙ্গে গার্লস হস্টেলের কিছু দাবিদাওয়া নিয়ে যুক্ত হন ছাত্রীরাও। উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টস-এর সঙ্গে বৈঠকে মেলেনি রফাসূত্র। পরে আর আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে চায়নি কর্তৃপক্ষ।ওদিকে,

কিছুদিন আগে উপাচার্য অনুরাধা লোহিয়া ঘেরাওয়ের পর অসুস্থ হয়ে ক্যাম্পাস ছেড়েছিলেন। তারপর থেকে আর ক্যাম্পাসে যাননি তিনি৷ আন্দোলন যতদিন চলবে, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলেও জানিয়েছেন। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বসছেন।

তাই এ বার আন্দোলন নেমে এলো পথে৷ রাস্তা অবরোধ শুরু করলেন ক্ষুব্ধ পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেল থেকে কলেজ স্ট্রিট চার মাথার মোড় অবরোধ করেছে কয়েকশো পড়ুয়া। পড়ুয়াদের দাবি, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া এসে তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ অবরোধ চলবে।
উপাচার্য এসে তাঁদের সঙ্গে আলোচনা করুন, এই দাবিতে আন্দোলন শুরু হয়েছে এ বার। মিছিল করে এমজি রোড ক্রসিংয়ে যান পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং মুখে স্লোগান। কেউ আবার থালা, বাসন, হাতা নিয়ে রাস্তায় বসে পড়েন। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ শুরু হয়।

spot_img

Related articles

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...