Friday, August 22, 2025

পুলওয়ামা হামলায় নাম জড়ালো অ্যামাজনের

Date:

Share post:

পুলওয়ামা হামলায় অনলাইন শপিং সংস্থা অ্যামজনের নাম জড়ালো। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করার পর সামনে এলো এই তথ্য। ধৃতদের এক জন অ্যামাজন থেকেই বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল। এনআইএ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

অনলাইন শপিং সাইট থেকে বিভিন্ন জিনিস কেন হয়। কিন্তু হামলার জন্য অ্যামাজন থেকে সরঞ্জাম কেনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এনআইএ-র গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ওয়েজুল ইসলাম অ্যামাজন থেকে বিস্ফোরক কিনেছিল। এক গোয়েন্দা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়েজুল স্বীকার করেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ব্যাটারি, অন্যান্য সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল অ্যামাজন থেকে। জইশ জঙ্গিদের নির্দেশমতো এই সব সরঞ্জাম কিনতে ব্যবহার করেছিল নিজের আইডি-পাসওয়ার্ড।’’ জিজ্ঞাসাবাদে ওয়েজুল জানিয়েছে, পুলওয়ামা হামলার পরিকল্পনার অংশীদার হিসেবে সে নিজেই সব সরঞ্জাম জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছিল। বিস্ফোরণের জন্য অ্যমোনিয়াম নাইট্রেট, নাইট্রো গ্লিসারিন এবং আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তা ফরেন্সিক তদন্তে উঠে এসেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।।

গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় প্রাণ হারায় ৪০ জন সেনার। হামলায় জড়িত সন্দেহে শুক্রবার শ্রীনগর থেকে ওয়েজুল ইসলাম এবং পুলওয়ামা থেকে মহম্মদ আব্বাস রাদার নামে দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ। দু’জনেরই পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল বলে জানিয়েছে এনআইএ। মহম্মদ আব্বাস জইশের পুরনো সদস্য। এক তদন্তাকারী অফিসার বলেন, ‘‘আব্বাস বহু দিন ধরে জইশের সঙ্গে সরাসরি যুক্ত। ২০১৮ সালের এপ্রিল-মে নাগাদ বিস্ফোরক বিশারদ জইশ জঙ্গি কাশ্মীরে এসেছিল।’’

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল এসবিআই

spot_img

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...