Monday, December 22, 2025

পুলওয়ামা হামলায় নাম জড়ালো অ্যামাজনের

Date:

Share post:

পুলওয়ামা হামলায় অনলাইন শপিং সংস্থা অ্যামজনের নাম জড়ালো। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করার পর সামনে এলো এই তথ্য। ধৃতদের এক জন অ্যামাজন থেকেই বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল। এনআইএ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

অনলাইন শপিং সাইট থেকে বিভিন্ন জিনিস কেন হয়। কিন্তু হামলার জন্য অ্যামাজন থেকে সরঞ্জাম কেনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এনআইএ-র গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ওয়েজুল ইসলাম অ্যামাজন থেকে বিস্ফোরক কিনেছিল। এক গোয়েন্দা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়েজুল স্বীকার করেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ব্যাটারি, অন্যান্য সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল অ্যামাজন থেকে। জইশ জঙ্গিদের নির্দেশমতো এই সব সরঞ্জাম কিনতে ব্যবহার করেছিল নিজের আইডি-পাসওয়ার্ড।’’ জিজ্ঞাসাবাদে ওয়েজুল জানিয়েছে, পুলওয়ামা হামলার পরিকল্পনার অংশীদার হিসেবে সে নিজেই সব সরঞ্জাম জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছিল। বিস্ফোরণের জন্য অ্যমোনিয়াম নাইট্রেট, নাইট্রো গ্লিসারিন এবং আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তা ফরেন্সিক তদন্তে উঠে এসেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।।

গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় প্রাণ হারায় ৪০ জন সেনার। হামলায় জড়িত সন্দেহে শুক্রবার শ্রীনগর থেকে ওয়েজুল ইসলাম এবং পুলওয়ামা থেকে মহম্মদ আব্বাস রাদার নামে দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ। দু’জনেরই পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল বলে জানিয়েছে এনআইএ। মহম্মদ আব্বাস জইশের পুরনো সদস্য। এক তদন্তাকারী অফিসার বলেন, ‘‘আব্বাস বহু দিন ধরে জইশের সঙ্গে সরাসরি যুক্ত। ২০১৮ সালের এপ্রিল-মে নাগাদ বিস্ফোরক বিশারদ জইশ জঙ্গি কাশ্মীরে এসেছিল।’’

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল এসবিআই

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...