Thursday, November 13, 2025

পুলওয়ামা হামলায় অনলাইন শপিং সংস্থা অ্যামজনের নাম জড়ালো। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করার পর সামনে এলো এই তথ্য। ধৃতদের এক জন অ্যামাজন থেকেই বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল। এনআইএ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

অনলাইন শপিং সাইট থেকে বিভিন্ন জিনিস কেন হয়। কিন্তু হামলার জন্য অ্যামাজন থেকে সরঞ্জাম কেনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এনআইএ-র গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ওয়েজুল ইসলাম অ্যামাজন থেকে বিস্ফোরক কিনেছিল। এক গোয়েন্দা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়েজুল স্বীকার করেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ব্যাটারি, অন্যান্য সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল অ্যামাজন থেকে। জইশ জঙ্গিদের নির্দেশমতো এই সব সরঞ্জাম কিনতে ব্যবহার করেছিল নিজের আইডি-পাসওয়ার্ড।’’ জিজ্ঞাসাবাদে ওয়েজুল জানিয়েছে, পুলওয়ামা হামলার পরিকল্পনার অংশীদার হিসেবে সে নিজেই সব সরঞ্জাম জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছিল। বিস্ফোরণের জন্য অ্যমোনিয়াম নাইট্রেট, নাইট্রো গ্লিসারিন এবং আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তা ফরেন্সিক তদন্তে উঠে এসেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।।

গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় প্রাণ হারায় ৪০ জন সেনার। হামলায় জড়িত সন্দেহে শুক্রবার শ্রীনগর থেকে ওয়েজুল ইসলাম এবং পুলওয়ামা থেকে মহম্মদ আব্বাস রাদার নামে দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ। দু’জনেরই পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল বলে জানিয়েছে এনআইএ। মহম্মদ আব্বাস জইশের পুরনো সদস্য। এক তদন্তাকারী অফিসার বলেন, ‘‘আব্বাস বহু দিন ধরে জইশের সঙ্গে সরাসরি যুক্ত। ২০১৮ সালের এপ্রিল-মে নাগাদ বিস্ফোরক বিশারদ জইশ জঙ্গি কাশ্মীরে এসেছিল।’’

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল এসবিআই

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version