অবশেষে দেখা গেল বিমল গুরুংকে। বিজেপি সভাপতি নাড্ডার মেয়ের বিয়েতে। সঙ্গে রোশন গিরি। বিমল নাকি ফেরার। রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। সোশাল মিডিয়াতে একটি শিবির এই ছবিটি ছেড়েছে। তাতে দেখা যাচ্ছে বিমল হাজির। ছবিটি আসল নাকি ফটোশপের কারিকুরি, জানা যায় নি এখনও। তবে ছবি নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে। বিমল তাহলে থাকছেন কোথায়?
