হোলির আর বাকি তিন দিন। কিন্তু তার আগেই প্রাক হোলির আয়োজন হয়েছিল আম্বানির বাড়িতে। সেখানে উপস্থিত ছিল গোটা বলিউড। প্রিয়ঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কইফ—বলিউডের বহু তারকাই উপস্থিত ছিলেন ঈশা আম্বানির বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও হাজির ছিলেন নীতা অম্বানী।

দেখে নিন ছবি…