রবীন্দ্রভারতীর অশ্লীলতার ছায়া মালদহের স্কুলে

রবীন্দ্রভারতী কাণ্ডের পর ফের শিক্ষাঙ্গনে অশ্লীল গান ও কুরুচিকর শব্দের গান তৈরির অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল মালদার ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুল। স্কুলের পোশাকে বিদ্যালয় চত্বরে সেলফি কায়দায় হাতে মোবাইল নিয়ে  নাচের ভঙ্গিমায় অশ্লীল ও কুরুচিকর শব্দ উচ্চারণ করে গান তৈরির ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। অভিযুক্ত চার ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে তিনজন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পাঠরত। আর একজন একাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগে পাঠরত। মালদা শহরে তাদের বাড়ি। ওই চারছাত্রীর ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার স্কুলের শিক্ষিকা সহ ওই চার ছাত্রীর অভিভাবকদের নিয়ে বৈঠক ডেকেছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে জেলার বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শিক্ষাবিদ মহল।

বার্লো গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন, ‘‘এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই আচরণ কোনওভাবেই বরদাস্ত করব না। চার জন ছাত্রীকে ভাইরাল হওয়া ছবি দেখে চিহ্নিত করা হয়েছে। একজনের অভিভাবককে পাওয়া যায় নি। বাকি তিনজনের অভিভাবকদেরকে পুরো বিষয়টি জানানো হয়েছে। ওই ছাত্রীদের অভিভাবকেরা আমাকে অনেক রকম ভাবে ক্ষমা চেয়ে অনুরোধ জানিয়েছিলেন । কিন্তু তাঁদের আমি বলে দিয়েছি এটা আমার এক্তিয়ারের বাইরে চলে গিয়েছে। শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন-বাড়ির মধ্যে ঢুকে গেল লরি! পুরোটা জানলে আঁতকে উঠবেন