সৌদি আরব থেকে ফিরে মৃত্যু, করোনা আতঙ্ক মুর্শিদাবাদে

সৌদি আরব থেকে দেশের বাড়িতে ফিরে ছিলেন শনিবার, আর রবিবার মৃত্যু হল মুর্শিদাবাদের নবগ্রামের বেলপুকুর গ্রামের বাসিন্দা বছর তেত্রিশের জিনারুল হকের। আর তার জেরে করোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।

শনিবার সৌদি আরব থেকে বাড়ি ফেরেন জিনারুল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রবিবার সকাল ৯টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের রক্তের নমুনা বেলেঘাটা আই ডি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও মৃতের পরিবার সূত্রে খবর, জিনারুলের হাই ব্লাডসুগারের সমস্যা ছিল। তবে কী কারণে রোগীর মৃত্যু হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।