মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে। ‘নিখোঁজ’ ১৭ বিধায়ক। এর মধ্যে ৬ জন মন্ত্রীও আছেন। রাজ্যসভা নির্বাচনের আগে দলের একাংশের এই বিদ্রোহের জেরে প্রবল অস্বস্তিতে কংগ্রেস হাইকম্যান্ড। সূত্রের খবর, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সহযোগিতায় তিনটি চার্টার ফ্লাইটে ভোপাল থেকে দিল্লি হয়ে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সতেরো জন বিধায়ক। এদের মধ্যে মধ্যপ্রদেশের ছয় মন্ত্রীও আছেন। মন্ত্রীদের সকলের মোবাইল ফোন বন্ধ। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি সিন্ধিয়াও। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, রাজ্যসভার একটি আসনের জন্য বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশে এবার তিনটি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে কংগ্রেস ও বিজেপির একটি করে আসনে জয় নিশ্চিত। তৃতীয় আসনটি নিয়েই প্রবল টানাপোড়েন শুরু।

মধ্যপ্রদেশের রাজনীতিতে কংগ্রেসের মধ্যেই বহু শিবির। মুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথের প্রবল প্রতিপক্ষ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও কমল নাথের বিরোধী। যদিও সিন্ধিয়া ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী কমল নাথের পাশে। পরিস্থিতি জটিল হওয়ায় সোমবার তড়িঘড়ি দিল্লি থেকে ভোপালে ফিরে সন্ধ্যায় দিগ্বিজয় সিং সহ রাজ্য কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠকে বসেছেন কমল নাথ। মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠক চলছে। এদিকে পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ভোপাল বিজেপি দফতরে দলের সব বিধায়ক ও সাংসদদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। থাকবেন শিবরাজ সিং চৌহান সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।
