ইয়েস ব্যাঙ্কে সিবিআই তদন্ত শুরু

ইডির পর এবার সিবিআই। ইয়েস ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক গরমিলের পিছনে অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটিই মূলত খতিয়ে দেখবে সিবিআই। প্রাথমিকভাবে ইডির তথ্যের ভিত্তিতে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুর, ডিএইচএফএল কর্ণধার ওয়াধেয়ান ছাড়াও রানার স্ত্রী বিন্দু ও তিন কন্যা রাখী, রোশনি ও রাধার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই।

Previous articleদোলের দিন বিশৃঙ্খলতার জন্য শহরে গ্রেফতার ১২৫, বাজেয়াপ্ত ১০লিটার মদ
Next articleমধ্যপ্রদেশ কংগ্রেসে বিদ্রোহ, সিন্ধিয়া-অনুগামী ১৭ বিধায়ক ঘাঁটি গেড়েছেন বেঙ্গালুরুতে