পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ফের বৃষ্টির সম্ভাবনা

হোলির পরেই ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার তৈরি হয়েছে। তার প্রভাবে বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। বুধবার রাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হওয়া অফিস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৪ শতাংশ।

Previous articleনিষেধাজ্ঞার বন্ধন থেকে মুক্ত বন্ধন ব্যাঙ্ক
Next articleনিজেদের সামলালো সৌরাষ্ট্র