নিষেধাজ্ঞার বন্ধন থেকে মুক্ত বন্ধন ব্যাঙ্ক

খরা কাটল বন্ধন ব্যাঙ্কের। তাদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। একটি বিজ্ঞপ্তি দিয়ে বন্ধন ব্যাঙ্কের উপর থেকে নতুন শাখা খোলা সংক্রান্ত বিধি নিষেধ তুলে নিয়েছে। সেই অনুযায়ী, ব্যাঙ্কিং লাইসেন্সের শর্ত অনুযায়ী সব পদক্ষেপ করছে বন্ধন ব্যাঙ্ক। সেই প্রচেষ্টাকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এমডির বেতনও চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধন ব্যাঙ্কের এমডি তথা সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, রিজার্ভ ব্যাঙ্ক যে তাদের নতুন শাখা খোলার ব্যাপারে সম্মতি জানিয়েছে এটা খুবই উৎসাহ ব্যাঞ্জক। ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্কের ১০১০টি শাখা আছে। আরও ২৫০টি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সংস্থার বৃদ্ধির বিষয়েও যথেষ্ট আশাবাদী চন্দ্রশেখর ঘোষ।

Previous articleকরোনা আতঙ্ক: ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা বিমান
Next articleপশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ফের বৃষ্টির সম্ভাবনা