Wednesday, August 27, 2025

রবীন্দ্রভারতী-কাণ্ডের তদন্তে নামলো কলকাতা পুলিশ৷ এই তদন্তের জন্য সাইবার বিভাগের অফিসারদের নিয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে৷

রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে ‘বসন্ত উৎসব’ ঘিরে বিতর্কের ঝড় ওঠে।  সোশ্যাল মিডিয়ায় ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে থাকা কিছু তরুণ-তরুণীর ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথার সঙ্গে অশ্লীল শব্দ বুকে- পিঠে লিখে বসন্ত উৎসবে  ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন তরুন- তরুণী। ওই ছবি সর্বসমক্ষে আসার পর ঘটনার নিন্দায় প্রতিবাদের ঝড় ওঠে।

গত শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিঁথি থানায় অভিযোগ দায়ের করে৷  এই বিকৃত কাজের তদন্তের জন্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ওই তদন্ত দলে রাখা হয়েছে সাইবার বিভাগের  অফিসারদের। অবশ্য পুলিশের বক্তব্য,

‘ওই ঘটনার পর যে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাতে পুলিশের সেভাবে বিরাট কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, সুনামের ক্ষতি করতেই কিছু বহিরাগত ওই কাণ্ড ঘটিয়েছে৷পুলিশ শুধু এই ঘটনাকে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারায় বিবেচনা করতে পারে’৷

এই ২৯০ ধারা সাধারনভাবে জনসাধারণের মধ্যে বিরক্তি উৎপাদনকারী কোনও কাজের শাস্তি হিসাবে প্রয়োগ করা হয়৷ এটি জামিনযোগ্য অপরাধ। প্রসঙ্গত, এই ঘটনায় জড়িত ৫ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করে তাদের  ডেকে পাঠায় পুলিশ। ক্ষমা চাওয়ার পর তাদের ছেড়েও দেওয়া হয়৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version