Thursday, May 15, 2025

৪ঘণ্টা বৈঠকেও মিললো না রফাসূত্র, পুরভোটের আগে জোট সংকটে বাম-কংগ্রেস!

Date:

শপথ ছিল এক সঙ্গে লড়াই করার। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে মাঠে নামার। কিন্তু কোথায় কী? সমঝোতা এখন বিশবাঁও জলে! জোট অটুট রাখতে রাজ্যসভায় বিনা শর্তে বামেদের আসন ছেড়েছে কংগ্রেস। দাবি ছিল, পুরভোটে সম্মানজনক আসন বন্টন। তা নিয়েই আজ, মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে ছিল বাম কংগ্রেস যৌথ বৈঠক। কিন্তু কোথায় কী!

দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠকের পরও মিললো না রফাসূত্র। ফলে আগামীকাল, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পুরভোটে ৪৫টি আসন দাবি করেছে প্রদেশ কংগ্রেস। কিন্তু তথ্য-পরিসংখ্যান দিয়ে বামেরা বলছে, এটা আত্মহত্যার সামিল। তারা কংগ্রেসকে কোনওভাবেই ৩০ থেকে ৩৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়। শরিকদের জেতা আসন দেওয়া যাবে না। গত পুরভোটে যে যেখানে প্রথম বা দ্বিতীয় হয়েছে, সেই আসনগুলি তাদের ছাড়া হবে। এমন যুক্তি মানতে নারাজ কংগ্রেস। তাদের দাবি, যার যেখানে শক্তি আছে, সেই আসনটি তাকে ছাড়া হোক। গতবারের ফলাফল সমঝোতার ভিত্তি হতে পারে না।

কলকাতা পুরভোটে আলিমুদ্দিনের অঙ্ক, কংগ্রেসকে খুব বেশি হলে ছাড়া হতে পারে ৩০ থেকে ৩৫টি আসন। ৭০টি আসনে লড়াই করবে বামেদের দলের শরিক সিপিএম। সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে যথাক্রমে ১০ ও ৭টি আসন। বাকি সামান্য কয়েকটি আসন দেওয়া হবে বামেদের একেবারে ক্ষুদ্র শরিকদের। কিন্তু মানতে নারাজ কংগ্রেস!

সব মিলিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল নিজেদের ঘুঁটি সাজিয়ে নিয়েছে। এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি বিজেপির অঙ্ক কষা প্রায় শেষ, ঠিক তখনই জোট সংকটে বাম-কংগ্রেস!

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version