Monday, November 10, 2025

গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে? পূজারার অসুস্থতা নিয়ে রহস্য দানা বাঁধছে !

Date:

ভারতীয় টেস্ট দলে তিন নম্বরে জায়গা পাকা তাঁর। অথচ রাজ্য দলে কেন তাঁর ব্যাটিং অর্ডার পিছিয়ে দেওয়া হল? দেশ অথবা বিদেশের মাটিতে ওপেনারেরা দ্রুত ফিরে গেলে ঢাল হয়ে দাঁড়ান তিনি। অথচ তিনিই কিনা ব্যাট হাতে মাঠে নামতে বাধ্য হলেন ছয় নম্বরে! চেতেশ্বর পূজারার অসুস্থ হয়ে মাঠ ছাড়ার পর, এখন এই প্রশ্নগুলোই মাথাচাড়া দিয়ে উঠেছে সৌরাষ্ট্রের পাশাপাশি দেশের ক্রিকেটমহলে।
নিউজিল্যান্ড থেকে ফেরার পরে দু’দিন অনুশীলন করেছেন পুজারা। তাঁকে দেখে এক বারও মনে হয়নি ক্লান্ত। এমনকি নেট শেষ হওয়ার পরে জিমেও সময় কাটালেন। ফিল্ডিং করতেও দেখা যায় তাঁকে। প্রশ্ন তাই থেকেই যাচ্ছে।
সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট যদিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে বলেছেন, শেষ রাতে গলায় সংক্রমণ হয়েছিল। গলা ফুলে গিয়েছিল ওর। ব্যথাও ছিল। এর সঙ্গে সকাল থেকে জ্বর আসে। তাই ব্যাটিং অর্ডার পিছানো হয়। চতুর্থ উইকেট পড়ার পরে নিজেই বলেছিল ও মাঠে নেমে দেখতে চায়। কিছুক্ষণ ব্যাট করার পরে চোখে অন্ধকার দেখে। তাই ঝুঁকি না নিয়ে ড্রেসিংরুমে ফিরিয়ে আনা হয় ওকে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে তিনি কি মাঠে নামতে পারবেন? অধিনায়ক উনাদকাট অবশ্য আশাবাদী । যদিও নিন্দুকেরা পুরো ঘটনার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন । তাদের স্পষ্ট যুক্তি, ব্যাটিং অর্ডারে পিছিয়ে দেওয়ার নেপথ্যে যে যুক্তিই দেখানো হোক না কেন, এই ঘটনা ফের ঘরোয়া ক্রিকেটের ক্ষমতায়ন ও গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version