নিষ্প্রাণ পিচে যা হওয়ার ছিল তাই হল। বাংলার বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যানরা। রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিন সকাল থেকে হাত ঘুরিয়ে চা বিরতির পরে দু’টি উইকেট ফেলতে পারলো বাংলা। তত ক্ষণে সৌরাষ্ট্র পৌঁছে গিয়েছে ভদ্রস্থ জায়গায় ।
শাহবাজ আহমেদ যখন অর্পিত ভাসাভাদাকে ফেরালেন, তত ক্ষণে তিনি সেঞ্চুরি করে ফেলেছেন । সৌরাষ্ট্র শিবিরও বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছে। শাহবাজের ওভারে বাঁ হাতি অর্পিতকে স্টাম্প করেন ঋদ্ধিমান সাহা।১০৬ রানে আউট হন অর্পিত।
অন্য দিকে পূজারাকে ৬৬ রানে এলবিডব্লিউ করেন মুকেশ কুমার। দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৮ উইকেটে ৩৮৪।
এসসিএ স্টেডিয়ামের নিষ্প্রাণ পিচে বোলারদের জন্য কিছুই বরাদ্দ ছিল না । তবুও প্রথম দিনের শেষে আকাশদীপরা বাংলাকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের সকালে সুস্থ হয়ে মাঠে নেমে পড়েন পূজারা। রঞ্জি ফাইনালেও তিনি বাংলার বোলারদের শাসন করলেন। মুকেশের বলটা অবশ্য বুঝতে না পেরে আউট হন।
