মধ্যপ্রদেশের সিন্ধিয়া-আঁচ কি লাগতে পারে রাজস্থানেও? কমল নাথ-জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার চূড়ান্ত কোন্দলে হাতছাড়া হতে চলেছে মধ্যপ্রদেশ। এদিকে রাজস্থানে প্রকাশ্য বিরোধ মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে। এই বিরোধের জেরে রাজস্থানেও যাতে মধ্যপ্রদেশের দশা না হয় সেই ভয়ে তড়িঘড়ি গেহলটকে দিল্লিতে তলব করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
হাওয়া বদলের ভয়ে তড়িঘড়ি রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটকে তলব সোনিয়ার
Date:
Share post:


