রাজ্য সরকারের সংকট আর জ্যোতিরাদিত্য সোয়াইন ফ্লু?

মধ্যপ্রদেশে সরকারের টালমাটাল পরিস্থিতির মধ্যে নয়া নাটক। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া না কি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। অন্তত এমনটাই জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। দোল পূর্ণিমার রাতেই অমাবস্যা কমলনাথের সরকারের। মন্ত্রিসভাকে ইস্তফা দিইয়েছেন মুখ্যমন্ত্রী। আগেই বিজেপি শাসিত কর্নাটকে গিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ ১৭ জন বিধায়ক। কিন্তু জ্যোতিরাদিত্য কোথায়? মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানান, “তাঁর সঙ্গে যোগযোগ করা যাচ্ছে না। তিনি কথা বলতে পারছেন না। শোনা যাচ্ছে, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে”। এরপরেই দিগ্বিজয় সিং বলেন, “যো সহি কংগ্রেসী হ্যায়, উও কংগ্রেস মে রহেগা।”

এদিকে সূত্রের খবর, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত ‘সিন্ধিয়াজি’ দিল্লিতেই রয়েছেন। তাঁর সঙ্গে রফা করতে চাইছে কংগ্রেস। আর সেটা চাইছে, মধ্যপ্রদেশের নেতৃত্ব নয়, গান্ধী পরিবারকে সামনে রেখে। তবে এ বিষয়ে এখনও কোনও ইতিবাচক সূত্র মেলেনি বলে কংগ্রেস সূত্রে খবর।

Previous articleতারকা পরিবারের দোল
Next articleদিল্লির হিংসা নিয়ে কাল লোকসভায় আলোচনা, জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী