Thursday, August 21, 2025

জ্যোতি বসু স্মারক সম্মানে সম্মানিত প্রথম মহিলা বাসচালক, এক ক্যারাটে কিড

Date:

২০১০-এ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তাঁর স্বাতন্ত্র্য ধরে রাখতে গঠিত হয় “জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন ইনস্টিটিউট”৷ প্রতিবছর এই সংস্থা সম্মানিত করে তাঁদের, যাঁরা মাথা নোয়াননি কখনও।

এবছরের নারী দিবসে এই সংস্থা ‘জ্যোতির্ময়ী ২০২০‘ সম্মান জানিয়েছে নিজের কর্মদক্ষতা ও প্রতিভায় উজ্জ্বল রাজ্যের দুই বিরল ব্যক্তিত্বকে৷ কলকাতার প্রথম মহিলা বাসচালক প্রতিমা পোদ্দার এবং ক্যারাটে কিড অন্বেষা নূর-এর হাতে এই সম্মান তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত৷

◾প্রতিমা পোদ্দার :
স্বামী ছিলেন পেশায় বাসচালক । অভাবের সংসার হলেও জুটে যেতো ভাত-কাপড়৷ হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়লেন স্বামী। তখন বাধ্য হয়ে সংসারের ভার তুলে নেন প্রতিমা। স্বামীর পেশা-ই নিজের করে নিলেন৷ কলকাতা পেলো প্রথম মহিলা বাস ড্রাইভার।

◾অন্বেষা নূর:
অনটন তো ছিলোই, সঙ্গে ছিলো মৃগী রোগ৷ এই দুয়ের বিরুদ্ধে লড়তে থাকা অন্বেষা নূর মাত্র ৬ বছর বয়স থেকে ক্যারাটেতে দক্ষ। আজ সে প্রতিবছর এক লক্ষ মেয়েকে আত্মরক্ষার পাঠ দেয় বিনা পারিশ্রমিকে ক্যারাটে শিখিয়ে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের উপস্থিতিতে সংস্থা এঁদের সম্মানিত করল স্মারক এবং ২৫ হাজার টাকা তুলে দিয়ে৷ রাখী বসু বলেছেন, এই দুই নারী আপন শক্তিতে শক্তিমান। তাই জ্যোতি বসুর নামাঙ্কিত এই সম্মান এদের হাতেই মানায়। আর দুই কৃতী বলেছেন, তাঁরা এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মানের মর্যাদা রাখতে আজীবন চেষ্টা করবেন৷

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version