করোনা ভাইরাস সংক্রমণ থেকে রেহাই পেতে গবেষকরা যখন মাস্ক ব্যবহার ও কিছু নিয়ম কানুন পালনের কথা বলছেন৷ তখন একদল মার্কিন বিজ্ঞানী বলছেন উল্টো কথা৷ তাদের মতে, মাস্ক ব্যবহার করলেই করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি৷
একটি ম্যাগাজিনে ওই রিপোর্ট প্রকাশিত হয়েছে । সেখানে স্পষ্ট বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত নন, এমন ব্যক্তি যদি মাস্ক পরেন তবে তার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়৷ কারণ, মাস্ক পরার পর হাঁচি-কাশি হলে জীবাণু ভিতরেই থেকে যায়৷
তাই ওই মার্কিন বিশেষজ্ঞদের পরামর্শ, অসুস্থ হলে তবেই মাস্ক পরুন, অন্যথা নয়৷
ওই বিজ্ঞানীদের মতে, করোনায় আক্রান্তদের মেডিক্যাল ইতিহাস খতিয়ে দেখলেই বোঝা যাবে, এরা আগে থাকতেই ডায়বেটিস, কিডনি বা অন্য কোনও জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাই করোনা থেকে বাঁচতে মাস্ক পরার থেকেও জরুরি পরিচ্ছন্ন থাকা।
