ইতালিতে করোনা-মৃত্যু ৮৩০, ইউরোপের জন্য নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

করোনাভাইরাস গ্লোবাল প্যানডেমিক বা আন্তর্জাতিক মহামারী তৈরি করেছে। জানিয়েছে হু। করোনা সংক্রমণে চিনের পরেই এখন মৃত্যুমিছিল শুরু হয়েছে ইতালিতে। চিনের পরিস্থিতির আগের চেয়ে উন্নতি হলেও ইতালিতে চলছে মৃত্যুমিছিল। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে করোনার বলি ৮৩০। আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি। ইতালির পরেই খারাপ অবস্থা ফ্রান্স, স্পেন ও জার্মানির। ইউরোপের এই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রভাবের ঝুঁকি নিয়েও এক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন করোনা সংক্রমণ আটকাতে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ২৬ টি দেশের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। বন্ধ থাকছে ইউরোপ থেকে আমেরিকাগামী আন্তর্জাতিক বিমান। তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ব্রিটেন। মার্কিন নাগরিকদের জন্যও নিষেধাজ্ঞা বলবৎ নয়। আমেরিকায় ইতিমধ্যেই করোনায় মৃত্যুসংখ্যা ৩৮। আক্রান্ত ১৮০০ ছাড়িয়ে গিয়েছে।

Previous articleইতিহাসের পাতায় ঠাঁই কলকাতার আইকনিক সিনেমা হল রক্সির
Next articleএনপিআরে কোনও নথি লাগবে না, রাজ্যসভায় ঘোষণা করলেন অমিত শাহ