Thursday, August 21, 2025

পারল না বাংলা। আশাভঙ্গ রাজকোটের মাঠে। রঞ্জিট্রফি অধরাই রয়ে গেক। সকালে অনুষ্টুপ ৬৩ রানে লেগ বিফোর হয়ে ফিরে যাওয়ার পরেই আশার আলো নিভে যায়। অপেক্ষা ছিল শুধু সময়ের।

সৌরাষ্ট্রের প্রথম ইনিংস ৪২৫ রানে শেষ হয়েছিল। রঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হলে প্রথম ইনিংসের যে দল এগিয়ে থাকবে, তারাই জিতবে। বাংলার ইনিংস শেষ হলো ৩৮১ রানে। ৪৪ রানে এগিয়ে থাকার কারণে এই প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ভারত সেরা হওয়ার পথে সৌরাষ্ট্র। আর ১৯৯০-এর ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। সম্বরন-অরুণলালের সেই দল সেবার রঞ্জি ট্রফি জিতেছিল। কোচ হয়ে ফিরে এসে অরুণলাল ভেবেছিলেন স্বপ্ন স্বার্থক হতে চলেছে। কিন্তু আশা জাগিয়েও শেষরক্ষা হলো না। তবে এরজন্য কৃতিত্ব অবশ্য সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকোট ও স্পিনার জাদেজার। অসাধারণ বোলিং করলেন। উইকেট নিলেন, নেতৃত্ব দিলেন। বাংলার হয়ে সুদীপ ৮১, ঋদ্ধি ৬৪ ভিত তৈরি করেন। পরে অনুষ্টুপ আর অর্ণব। অনুষ্টুপ এদিন সকালে ৬৩ রানে ফিরে যেতেই আশা কার্যত শেষ হয়। যদিও একদিক ধরে রেখেছিলেন অর্ণব নন্দী। কিন্তু ঈশান পোড়েলরা উইকেট আগলে রাখতে পারেননি। সৌরাষ্ট্র ফের ব্যাটিং করতে নেমেছে। কিন্তু বাকিটা সময়টা আসলে নিয়মরক্ষার খেলা।

দ্বিতীয় ইনিংসের আর গুরুত্ব ছিল না এই ম্যাচে। সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১০৫ রান করার পরে ম্যাচ শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ (২টি), আকাশদীপ (১) ও সুদীপ চট্টোপাধ্যায় (১টি) সৌরাষ্ট্রের উইকেটগুলো নেন। তা অবশ্য ম্যাচের ভাগ্য বদলায়নি।

 

 

আরও পড়ুন-মহানগরের পথে নীল-সাদা ডাবল ডেকার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version