Tuesday, November 18, 2025

ইস্টবেঙ্গল চেয়েছিল ডার্বি পিছিয়ে দিতে।
মোহনবাগান চেয়েছে রবিবার খেলা হোক।

নবান্নে করোনা নিয়ে ক্রীড়ামহলের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা পিছনোর পক্ষে ব্যাট করায় ইস্টবেঙ্গল খুশি। দেবব্রত সরকার সেই সুরেই কথা বলেছেন।

শেষ পর্যন্ত খেলা পিছনোর সিদ্ধান্ত হলেও এর প্রতিবাদে দারুণভাবে লড়ে যান মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। একটা সময়ে মমতার সঙ্গে তর্কেও জড়ান তিনি, যাতে একটু চটেও যান মুখ্যমন্ত্রী।
সৃঞ্জয় বলেন,” দর্শকশূন্য মাঠে খেলতে রাজি।”
বলেন,” যদি পিছোতে হয়, তাহলে আগে এখনই এআইএফএফ আমাদের জয়ী ট্রফি দিয়ে দিক। আপনি এআইএফএফকে বলুন।”
মমতা আপত্তি করলে সৃঞ্জয় বলেন,” রাজ্য সরকার তো মোহনবাগানকে আই লিগ জয়ের সম্বর্ধনা দিলো। তাহলে এআইএফএফ দিক। বাকি খেলা পরে করান।”
সৃঞ্জয় আরও বলেন,” ক্রিকেট হলে কেন ফুটবল হবে না? ওটা সারা দিন। এটা মাত্র 90 মিনিট।”
আর একবার বলেন,” কী চাই? তিন পয়েন্ট তো! ওয়াকওভার দিয়ে দেবো ইস্টবেঙ্গলকে। আমরা এখন সব হারলেও আমরাই চ্যাম্পিয়ন।”
একবার নীতুর সঙ্গে লেগে যায় সৃঞ্জয়ের।
মমতা থামান।
একবার মমতা চটে গিয়ে সৃঞ্জয়কে বলেন,” আমি তোমার কথা বেশি শুনছি বলে…। এটা ঠিক নয়।”
তবু নার্ভ শক্ত রেখে লড়ছিলেন সৃঞ্জয়।
কিন্তু তখনই খবর এলো ইডেনের ওয়ান ডে বন্ধ করে দিল ক্রিকেট বোর্ড। এরপর আর সৃঞ্জয় এগোতে পারেন নি। তিনিই বৈঠকে খবরটা দেন। মমতা তখন হেসে তাঁকে বলেন,” এই তো দেখলে। শুধু শুধু ঝগড়া করলে !”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version