করোনাভাইরাস: ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রাক্তন মার্কিন আধিকারিকের

করোনাভাইরাসকে মহামারি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এই পরিস্থিতি আমেরিকায় ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এমনই আশঙ্কার কথা শোনালেন মার্কিন স্বাস্থ্য মন্ত্রকের মেকিকেয়ার ও মেডিকেড সেন্টারের প্রাক্তন আধিকারিক অ্যান্ডি স্লাভিট। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার মার্কিন স্বাস্থ্য মন্ত্রকের এই প্রাক্তন আধিকারিক টুইটার হ্যান্ডেলে লেখেন, বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। তাঁর মতে, করোনার সংক্রমণ রোখা যাচ্ছে না। এমনকী, রোগ হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনও পরীক্ষাও করানো যাচ্ছে না। স্লাভিটের অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে প্রথমে অস্বীকার করেই পরিস্থিতি খারাপের দিকে নিয়ে গিয়েছেন। ফলে আমেরিকার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হতে হচ্ছে।

Previous articleরিম্বিকে ধস : মৃতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Next articleকালবৈশাখী : ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া