Friday, August 22, 2025

হায়দরাবাদ কাণ্ডের ছায়া এবার ত্রিপুরায়, ধর্ষণ করে পুড়িয়ে মারা হল এক যুবতীকে

Date:

হায়দরাবাদ কাণ্ডের ছায়া এবার ত্রিপুরার সিধাই থানার মোহনপুরের রাঙাছড়িতে। ধর্ষণ করে পুড়িয়ে মারা হল এক যুবতীকে। এই ঘটনায় ব্যা পক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দরিদ্র পরিবারের ২২ বছরের ওই যুবতী বৃহস্পতিবার বিকেলের পর থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার থানায় অভিযোগও দায়ের করেছিল। প্রথমে পুলিশ নিখোঁজ হওয়ার ঘটনাটিকে আমল দিতে চায়নি। পরে সক্রিয় হয় পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ধানখেতের মধ্যে থেকে ওই তরুণীর আধপোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়। পোশাকের অংশ দেখে তাঁকে চিহ্নিত করে বাড়ির লোকজন।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, চাকরির ইন্টারভিউয়ের জন্য কিছু কাগজপত্র জেরক্স করাতে বিকেল পাঁচটা নাগাদ মোহনপুর বাজারে গিয়েছিলেন সদ্যপ কলেজ উত্তীর্ণ ওই তরুণী। কাজ সেরে নিজের পাড়ার বাসিন্দা সৌরভ পালের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সন্ধে‌ পেরিয়ে গভীর রাত হলেও বাড়িতে ফেরেননি তিনি। মেয়েকে বারবার ফোন করেন উদ্বিগ্ন মা।কিন্তু মেয়ের বদলে ফোনটি রিসিভ করেন একজন অপরিচিত পুরুষ। তিনি নিজেকে রিপন দেব বলে পরিচয় দেন এবং জানান তার বাড়ি তারাপুর এলাকায়।যদিো ওই এলাকায় খোঁজাখুঁজি করে ওই নামের কাউকে পায়নি মেয়েটির বাড়ির লোকজন। এই অবস্থায় তরুণীর এক বান্ধবীর মাধ্য মে তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন, তরুণীর ফোনটি গাড়ির চালক সৌরভ পালের কাছে রয়েছে। সৌরভ ফোনটি থাকার কথা স্বীকারও করে নেয়। কিন্তু ওই তরুণী ঠিক কোথায় রয়েছে তা সে জানাতে পারেনি। কেন সে ফোনটি রেখেছিল তা–ও সে জানায়নি। উল্টে মোবাইল ফেরত দেওয়ার সময় তরুণীর বাড়ির লোকদের সঙ্গে সে বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ।
রাতে গোটা ঘটনাটি থানায় লিখিতভাবে জানায় যুবতীর পরিবার।শুক্রবার সকালে বাড়ির পাশে ফাঁকা জায়গায় মেয়ের ব্যাবগ ও অন্যর সামগ্রী পড়ে থাকতে দেখেন তাঁর মা–বাবা।খানিক পরে প্রতিবেশীরা জানান, বাড়ি থেকে ২০০ মিটার দূরে ধানখেতের ভিতর এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর মা অভিযোগ করেন, সৌরভ পাল নামে ওই যুবক মাসছয়েক আগে তার মেয়েকে রাস্তা আটকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। তাদের মেয়েকে ওই সৌরভই ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করে পুড়িয়ে দিয়েছে। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। দোষীদের কড়া শাস্তির দাবিতে ইতিমধ্যেই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখান।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version