Wednesday, November 12, 2025

করোনা আতঙ্কে এবার বাংলাদেশের সঙ্গে বাস ও ট্রেন যোগাযোগ স্থগিত রাখছে কেন্দ্র

Date:

এদেশে ইতিমধ্যেই ৮১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দিল্লি, বিহার, ঝা়ড়খণ্ড, ছত্তীশগড়, উত্তরপ্রদেশে বন্ধ রাখা হয়েছে স্কুল৷ সংক্রমণের আতঙ্কেই এবার বাংলাদেশের সঙ্গে বাস ও ট্রেন যোগাযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাস ও ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে৷ তবে, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত পরিবর্তনও করা হতে পারে৷যদিও যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন৷

সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০০০ জনের৷ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৮১৮ জন৷ ভারতে বৃহস্পতিবার প্রথম বেঙ্গালেরুর এক বাসিন্দা করোনা সংক্রমণে মারা যান৷

এই অবস্থায় সব রকম তৎপরতাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ভিসা দেওয়া হবে না৷ বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ অন্য দিকে বাংলাদেশেও এখনও পর্যন্ত তিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ বন্ধ হয়েছে বাংলাদেশ গেমস, মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান৷ বাংলাদেশ অবশ্য বৃহস্পতিবারই ভারতের সঙ্গে স়ড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল৷

প্রবাসী বাংলাদেশিরা যে যে দেশেই রয়েছেন, সেখানেই থাকুন’ পরামর্শ দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বর্তমানে সারা পৃথিবীতে বিশেষ একটি পরিস্থিতি চলছে। তিনি বলেন, ‘যে কোনও ধরনের সমস্যা হলে মিশনের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেবায় বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো দিনরাত ২৪ ঘণ্টা খোলা রয়েছে। খামোখা তাড়াহুড়ো করে দেশে আসার কোনও প্রয়োজন নেই। বরং আক্রান্ত দেশ থেকে কেউ আসলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version