কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসের জেরে ইত্যিমধ্যে সারা বিশ্বে অতিমারি দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয় পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তিনিও গৃহবন্দি। তবে জানা গেল কোভিড-১৯ ভাইরাস নেই ট্রাম্পের শরীরে।

শনিবার ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, “এক সপ্তাহ আগে মার-এ-লাগো রিসর্টে ব্রাজিলীয় প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে শরীরে নোভেল করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। ডাক্তারি পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’’
আরও পড়ুন-দল যদি চায় ঋষভকে খেলাবে সেটাই শেষ সিদ্ধান্ত : ঋদ্ধিমান
