করোনা: কিছু আক্রান্তের শরীরে কোনও উপসর্গ না থাকায় দ্রুত সংক্রমণের আশঙ্কায় গবেষকরা

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট। মোটামুটি এগুলোই একজন করোনা আক্রান্তের শরীরে প্রাথমিক উপসর্গ বলে জানা যাচ্ছিল। ফলে এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হওয়ার কথা বলছিলেন চিকিৎসকরা। কিন্তু এর মধ্যেই উদ্বেগজনকভাবে উঠে এসেছে আরেকটি তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি দশজন আক্রান্তের মধ্যে অন্তত একজনের শরীরে মারণ ভাইরাসের কোনও আগাম উপসর্গ থাকে না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির রোগ সম্পর্কে সচেতন হওয়ারও সুযোগ থাকে না। করোনার কোনও উপসর্গ না থাকার কারণে কেউ যদি কোয়ারানটিনে না যান তাহলে তার থেকে বহু মানুষের সংক্রমণ হওয়ার ভয় থাকে, যেমন ঘটেছে সম্প্রতি জার্মানিতে। করোনার কোনও উপসর্গ না থাকা এক চিনা অফিসারের মাধ্যমে কোভিড-১৯ জার্মানীর এক ব্যবসায়ী ও তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের শরীরে ছড়িয়েছে।

উপসর্গহীন করোনার প্রকাশ এখন বিশেষজ্ঞদের নতুন মাথাব্যথার কারণ। ইউনিভার্সিটি অফ টেক্সাসের সংক্রামক রোগের বিশেষজ্ঞরা এই তথ্য প্রকাশ করেছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে, উপসর্গহীন রোগীদের মাধ্যমে চেইন সিস্টেমে এক সপ্তাহের মধ্যে কীভাবে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়েছে। জাপানে আটকে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসেও এই ঘটনা লক্ষ্য করা গিয়েছে। জাহাজের ৬৩৪ জন করোনা আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশি মোট ৩২৮ জনের শরীরেই করোনার কোনও উপসর্গ ছিল না।

আরও পড়ুন-অর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও

Previous articleঅর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও
Next articleনিশ্চিন্তে মার্কিন প্রেসিডেন্ট! রক্ষা পেলেন করোনার হাত থেকে