মধ্যপ্রদেশে সোমবারই আস্থা ভোটের নির্দেশ রাজ্যপালের

কমল নাথ সরকার টালবাহানা করলেও মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন চিঠি লিখে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, সোমবারই আস্থা ভোট করতে হবে। কাল বিধানসভার অধিবেশন শুরুর পর রাজ্যপালের ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট করা হয়, এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ফলে চাপে পড়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী কমল নাথ যদিও বলেছেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেসত্যাগের পরই সংকটে মধ্যপ্রদেশ সরকার। সিন্ধিয়া অনুগামী ২২ জন বিধায়ক স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন, যাদের মধ্যে ছয় মন্ত্রীও আছেন। এই ২২ জনকে বাদ দিলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১৪ থেকে কমে হবে ৯২। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৭। ফলে কমল নাথ সরকার পড়ে যাওয়ার আশঙ্কা।

আরও পড়ুন-করোনা: পদ্ম পুরস্কার প্রদানের অনুষ্ঠান স্থগিত

Previous articleনতুন আঙ্গিকে বাঙালির ড্রয়িংরুমে আসছে ‘ডেয়ারি মিল্ক গানে মিষ্টি ‘
Next articleশোভনকে কটাক্ষ, দলের স্ট্যান্ডপয়েন্ট বদলাবে না জানালেন দিলীপ