Wednesday, August 27, 2025

এ একটা নিতান্তই ঘড়ির গল্প ৷ দেওয়াল ঘড়ি৷ তখন সবে সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে৷ অস্থির ভারতে জাঁকিয়ে বসেছে ব্রিটিশ সরকার৷ কলকাতায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মধ্যে অন্যতম ভীমনাগ৷ দোকানে হরদম ভিড় নানান সাহেবসুবোর৷ শোনা যায় লর্ড ক্যানিং এর অনুরোধে একসময় ভীম চন্দ্র নাগ নাকি প্রথম লেডিকেনি বানিয়েছিলেন৷ ভীম নাগের তালশাঁস আজও মিষ্টি প্রেমীদের কাছে হ্যামিলনের বাঁশি৷ ভীম নাগের দোকানে মিষ্টির সঙ্গে সঙ্গে আর একটি জিনিশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে৷ একটি দেওয়াল ঘড়ি৷ গল্পটা এরকম, একদিন ভীমনাগের দোকানে এলেন বিখ্যাত ঘড়ি সংস্থা কুক অ্যান্ড কেলভির বড়কর্তা৷ সিপাহী বিদ্রোহের পরের বছর অর্থাৎ আঠারশ আটান্ন সালে রবার্ট টমাস কুক আর চার্লস কেলভি নামে এই কোম্পানি শুরু করেন৷ কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তাদের শো রুম ছিল৷ কুক অ্যান্ড কেলভির বড় কর্তার তো ভীমনাগের মিষ্টি খেয়ে বাহ্যজ্ঞান লোপ পাওয়ার যোগার৷ প্রশংসা-পর্ব শেষ করে ঘড়ি দেখতে গিয়ে দেখেন সাহেব ঘড়ি আনতে ভুলে গেছেন সেদিন৷ ওমা!দোকানেও যে ঘড়ি নেই৷ লজ্জ্বায় পড়ে গেলেন ভীম নাগ৷ সাহেব বললেন তিনি একটি ঘড়ি উপহার দেবেন৷ ভীমনাগ তখন সাহেব কে বললেন তার কর্মচারীরা কেউই ইংরেজি জানে না৷ ঘড়ি যদি দিতেই হয়, তাহলে যেন তার ডায়াল বাংলায় লেখা থাকে৷ সাহেব বললেন তথাস্তু৷ সাহেবের কথা অনুযায়ী লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল এল কলকাতায়৷ওই ঘড়ির মাঝখানে কোম্পানির নামটাও বাংলাতে লেখা আছে৷নীচে লেখা লন্ডন৷ সেই থেকে আজ, কুক অ্যান্ড কেলভির বিরল ঘড়ি শোভা পাচ্ছে ভীমনাগের দোকানে৷

আরও পড়ুন-নীল নদী, সবুজ বন, হলুদ রোদ…সাতকোশিয়া

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version