Thursday, December 18, 2025

“দীপায়ন”-এর উদ্যোগে “আমরা সবাই”-র সহযোগিতায় দারুণ পরিকল্পনা

Date:

Share post:

গত রবিবার “দীপায়ন” সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে হুগলির উত্তরপাড়া রঘুনাথপুর কালীরচক গ্রামে “আমরা সবাই” ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। “দীপায়ন” এর সভাপতি কাকলী সরকার জানান, শিবিরে মোট ১৫০ জন স্টুডেন্ট ও তাদের পরিবারের সদস্যদের ইউরিক অ্যাসিড, থাইরয়েড, বোন মিনারেল ডেনসিটি টেস্ট, ইসিজি, হিমোগ্লোবিন, এলএফটি, পিএফটি, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এরপর টেস্ট রিপোর্ট এসে গেলে আবার এই মাসেই ডা: সব্যসাচী চ্যাটার্জী ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: দূর্জয় লাহিড়ী টেস্ট রিপোর্ট দেখে কিছু সমস্যা থাকলে চিকিৎসার পরামর্শ দেবেন। শিবিরের সহযোগিতা করেন ডা: সৌরেন্দ্রমোহন গোস্বামী, ডা: বিশ্বজিৎ বেজ, ডা: নীলাঞ্জন মন্ডল, ডা: সুব্রতা সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দফতরের বিশিষ্ট আধিকারিক তথা বিশিষ্ট সমাজসেবী অমল দাস, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রাক্তণ কর্তা শ্যামল সরকার, জগৎপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য চক্রবর্তী, সঙ্গীত শিক্ষিকা দীপা সরকার প্রমুখ।

দীপায়নের সহ: সাধারণ সম্পাদক সায়নজিৎ ভৌমিক জানান, “আমাদের সারা বছর ব্যাপী অঞ্চলের বাচ্ছাদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করা হয়। নিয়মিত আর্ট কলেজের শিক্ষক দ্বারা আঁকার ক্লাস করা হয়, গান, নাচ, আবৃত্তি শেখানো হয়। আমাদের বাচ্চারা শিশু সাহিত্য উৎসব সহ আরও বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বছর জুড়ে কেরিয়ার কাউন্সেলিং, মাধ্যমিক পরীক্ষার আগে বিশেষ ক্লাস, মক টেস্ট করা হয়। স্পোর্টস, বনভোজন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করা হয়। খুব তাড়াতাড়ি তাদের যুগোপযোগী করে তুলতে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের কথাও ভাবা হচ্ছে।” এই অনুষ্ঠানের কথা জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...