Monday, January 12, 2026

“দীপায়ন”-এর উদ্যোগে “আমরা সবাই”-র সহযোগিতায় দারুণ পরিকল্পনা

Date:

Share post:

গত রবিবার “দীপায়ন” সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে হুগলির উত্তরপাড়া রঘুনাথপুর কালীরচক গ্রামে “আমরা সবাই” ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। “দীপায়ন” এর সভাপতি কাকলী সরকার জানান, শিবিরে মোট ১৫০ জন স্টুডেন্ট ও তাদের পরিবারের সদস্যদের ইউরিক অ্যাসিড, থাইরয়েড, বোন মিনারেল ডেনসিটি টেস্ট, ইসিজি, হিমোগ্লোবিন, এলএফটি, পিএফটি, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এরপর টেস্ট রিপোর্ট এসে গেলে আবার এই মাসেই ডা: সব্যসাচী চ্যাটার্জী ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: দূর্জয় লাহিড়ী টেস্ট রিপোর্ট দেখে কিছু সমস্যা থাকলে চিকিৎসার পরামর্শ দেবেন। শিবিরের সহযোগিতা করেন ডা: সৌরেন্দ্রমোহন গোস্বামী, ডা: বিশ্বজিৎ বেজ, ডা: নীলাঞ্জন মন্ডল, ডা: সুব্রতা সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দফতরের বিশিষ্ট আধিকারিক তথা বিশিষ্ট সমাজসেবী অমল দাস, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রাক্তণ কর্তা শ্যামল সরকার, জগৎপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য চক্রবর্তী, সঙ্গীত শিক্ষিকা দীপা সরকার প্রমুখ।

দীপায়নের সহ: সাধারণ সম্পাদক সায়নজিৎ ভৌমিক জানান, “আমাদের সারা বছর ব্যাপী অঞ্চলের বাচ্ছাদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করা হয়। নিয়মিত আর্ট কলেজের শিক্ষক দ্বারা আঁকার ক্লাস করা হয়, গান, নাচ, আবৃত্তি শেখানো হয়। আমাদের বাচ্চারা শিশু সাহিত্য উৎসব সহ আরও বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বছর জুড়ে কেরিয়ার কাউন্সেলিং, মাধ্যমিক পরীক্ষার আগে বিশেষ ক্লাস, মক টেস্ট করা হয়। স্পোর্টস, বনভোজন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করা হয়। খুব তাড়াতাড়ি তাদের যুগোপযোগী করে তুলতে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের কথাও ভাবা হচ্ছে।” এই অনুষ্ঠানের কথা জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।

spot_img

Related articles

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...