Thursday, August 21, 2025

আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের

Date:

করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে সরকার বাঁচাতে সময় কেনার কৌশল। আর রাজ্য সরকারের এই লক্ষ্যপূরণে সায় দিলেন স্পিকারও। ফলে সোমবার বাজেট অধিবেশনে রাজ্যপালের অতি সংক্ষিপ্ত ভাষণ শেষ হওয়ার পরই মধ্যপ্রদেশ বিধানসভা দশদিনের জন্য মুলতুবি ঘোষণা করলেন স্পিকার এনপি প্রজাপতি।

গতকালই মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন বলেছিলেন, সোমবার তাঁর ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট নেওয়া হয়। ২২ জন কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর খাতায়কলমে সংখ্যালঘু হয়ে পড়েছে ১৫ মাসের কমল নাথ সরকার। তাই যেকোনওভাবে আস্থা ভোট পিছিয়ে দিতে মরিয়া কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের আস্থা ভোট সংক্রান্ত নির্দেশকে অসাংবিধানিক উল্লেখ করে বলেছিলেন, এই বিষয়ে স্পিকারই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তখনই স্পষ্ট হয়ে যায়, আস্থা ভোট ঠেকাতে মরিয়া কমল নাথ।

সোমবার মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে নিজের ভাষণে রাজ্যপাল বলেন, সংবিধানের মর্যাদা সকলকে রক্ষা করতে হবে। রাজ্যপাল বেরিয়ে যেতেই বিজেপি বিধায়করা আস্থা ভোটের দাবি তুলতে থাকেন। তখন পরিষদীয়মন্ত্রী গোবিন্দ সিং স্পিকারকে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র নির্দেশিকা জারি করেছে। রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষিত রাখাই এখন অগ্রাধিকার। এরপরই স্পিকার প্রজাপতি জানিয়ে দেন, আস্থা ভোট আজ হচ্ছে না। আগামী ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল বিধানসভা।

আরও পড়ুন-দিল্লিতে অমিত শাহর সঙ্গে কথা বলে এলেন কে কে?

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version