Thursday, August 21, 2025

ফাঁসি আটকাতে মরিয়া নির্ভয়াকাণ্ডের মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৪ অপরাধী। সোমবার, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মা আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হওয়ার পরে, মঙ্গলবার অন্য আবেদন চতুর্থ অপরাধী মুকেশ সিংয়ের। নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর আইনজীবী এপি সিং নয়া পিটিশন দাখিল করে দাবি করেন ঘটনার দিন অর্থাৎ ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে ছিলই না তাঁর মক্কেল মুকেশ সিং। এদিন আদালতে এপি সিং বলেন, মুকেশকে ঘটনার পরের দিন ১৭ ডিসেম্বর রাজস্থান থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন সে রাজধানীতে ছিল না। তিহার জেলেও মুকেশের উপর অত্যাচার চালানো হয়েছে বলে পিটিশনে অভিযোগ করেছেন আইনজীবী এপি সিং। সরকার পক্ষের আইনজীবীর মতে, ফাঁসির তারিখ পিছিয়ে দিতেই নতুন নাটক শুরু করেছে মুকেশ সিং।

সোমবার, নির্ভয়ার তিন আসামী আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেও মুকেশ সিং কেন আবেদন করেনি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেটাই স্পষ্ট হল। এবার পিটিশন দাখিল করে মুকেশ দাবি করেছে ঘটনার দিন দিল্লিতে ছিলই না সে।
এদিকে, সোমবার মুকেশ সিং ফের রায় সংশোধনের আর্জি জানায় সুপ্রিম কোর্টে। কিন্তু ইতিমধ্যেই মুকেশের সমস্ত আইনি সংস্থান শেষ হয়ে গিয়েছে বলে নতুন করে কোনও আর্জি শোনা হবে না বলে জানিয়ে আবেদন খারিজ করে দেন বিচারপতি। তার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে নতুন আপিল দাখিল করে প্রাণদণ্ড এড়াতে চাইছে মুকেশ।

আরও পড়ুন-কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর নিয়ম নেই! আইন পরিবর্তনের পথে হাঁটতে পারে রাজ্য

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version