Saturday, August 23, 2025

শ্যুটিং বন্ধে দৈনিক রোজগেরেদের জন্য ফান্ড বলিউডে, কী ভাবছে টলিপাড়া?

Date:

দেশের মধ্যে কেরালা ও মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলিউড। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ কাজ। আচমকা পাওয়া অবকাশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলি-সেলেবরা। বর্ষীয়ানরা অনেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে। আর এই পরিস্থিতিতে মাথায় হাত দৈনিক মজুরিতে কাজ করা ব্যক্তিদের। তবে, বলিউডের দৈনিক রোজগেরেদের পাশে দাঁড়িয়েছে প্রোডিউসার গিল্ড। এই বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে প্রোডিউসার গিল্ড অফ ইন্ডিয়া। এবিষয়ে গিল্ডের প্রেসিডেন্ট সিদ্ধার্থ রায় কাপুর সবাইকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯–এর কারণে বলিউডে ফিল্ম ও সিরিয়ালে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পুরোপুরি বন্ধ কাজ। এর জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের সাহায্যে ফান্ড তৈরি করা হয়েছে। এক্ষেত্রে গিল্ডের তরফে একটি ই-মেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির বাইরেও যদি কেউ সাহায্য করতে চান, তাহলে তিনি ই-মেল করতে পারেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিদ্ধার্থ রায় কাপুর।
করোনা সংক্রমণ রোধে ৩০ মার্চ পর্যন্ত টলিউডেও শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ ফিল্ম ও সিরিয়ালের কাজ। শুধু এডিটিং চলছে। কিন্তু টলিপাড়ায় যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তাঁদের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তর নেই কারও কাছে। বলিউডের পথে হেঁটে টলিপাড়াও কী কোনও পদক্ষেপ করতে পারে না? প্রশ্ন শিল্পী ও কলাকুশলী মহলে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version