করোনা-আতঙ্কে ছড়িয়ে পড়ার কারণে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং CBSE বোর্ডকে তাদের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক । ৩১মার্চ পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রকের সচিব অমিত খারে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “পরীক্ষা যেমন জরুরি, তেমনই বিভিন্ন পরীক্ষায় বসা পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তাও জরুরি৷ শুধু পড়ুয়া নয়, তাঁদের অভিভাবক ও শিক্ষকদের ক্ষেত্রেও তা জরুরি”। তিনি জানিয়েছেন, “সমস্ত চলতি পরীক্ষা, CBSE বোর্ডের পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো৷ পরে নতুনভাবে দিন ধার্য করা হবে”।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের এই নির্দেশিকা কার্যকর হবে, UGC, AICTE, NIOS এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ক্ষেত্রে।
