মধ্যপ্রদেশ: শুনানি চলছে সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশ সংকট নিয়ে শুনানি চলছে। বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চে শুনানি শুরু হয়েছে। কংগ্রেস সরকারের পক্ষে আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, আগে ১৬ জন বিধায়ককে বিধানসভায় হাজির করা হোক। স্পিকারের সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানান। এই বিধায়কদের অনুপস্থিতিতে কীভাবে আস্থা ভোট হওয়া সম্ভব? রাজ্যের কংগ্রেস সরকারে অস্থিরতা তৈরির উদ্দেশে কংগ্রেস বিধায়কদের ভয় দেখিয়ে লুকিয়ে রাখা হয়েছে। শুনানি চলছে। মামলাকারী শিবরাজ সিং চৌহান ও পদত্যাগী বিধায়কদের পক্ষে সওয়াল করবেন আইনজীবী মুকুল রোহতগি ও মনিন্দর সিং।

আরও পড়ুন-দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭