দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭

নভেল করোনাভাইরাসের জেরে জেরবার গোটা বিশ্ব। এরই মধ্যে সারা বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭। এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ জন। পাশাপাশি ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।

তবে মঙ্গলবার রাতেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল করোনা। মঙ্গলবার লন্ডনফেরত এক যুবকের শরীরে ধরা পডে়ছে কোভিড-১৯ ভাইরাস। আপাতত কলকাতার বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন তিনি। নতুন করে বুধবার সকালে পুণেতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই মহিলা সম্প্রতি ফ্রান্স এবং নেদারল্যান্ডস গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পুণের নায়ডু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আরও পড়ুন-করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে একাধিক ট্রেন বাতিল করল রেল

Previous articleলন্ডনে শ্যুটিং বাতিল হওয়ায় শহরে ফিরলেন মিমি-জিৎ! কী বললেন অভিনেত্রী?
Next articleআমলার ছেলে করোনা আক্রান্ত, যুদ্ধকালীন তৎপরতায় সাফাই শুরু নবান্নে!