আগামী ১৪ দিন বাড়িতেই থাকবেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিমি। পাশাপাশি, বন্ধ করে দেওয়া হয়েছে সাংসদের পাটুলির অফিসও।

প্রসঙ্গত, আজ বুধবার সকালেই লন্ডন থেকে ফিরেছেন তিনি। কলকাতা বিমান বন্দরে নেমেই জানিয়ে দেন, কয়েকটা দিন তিনি কারও সঙ্গে সাক্ষাৎ করবেন না। এমনকী, নিজের আত্মীয় স্বজন থেকেও দূরে থাকবেন বলে জানিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী। সেই মতোই নিজেকে গৃহবন্দি করলেন মিমি।