কোয়েস্ট মল বন্ধ, সাউথ সিটির সময়বদল

কোয়েস্ট ও সাউথ সিটি- দুটিই রবিবার বন্ধ থাকছে। কোয়েস্ট শনি, রবি দুদিন বন্ধ। শুধু একটি দোকান খোলা থাকবে। সাউথ সিটি এখন থেকে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা। রবিবার সব্জির দোকান ছাড়া সব বন্ধ।