Tuesday, November 18, 2025

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। আর এই ভাইরাস থেকে বাঁচতে হু হু করে বেড়েছে মাস্কের চাহিদা। গত কয়েকদিন ধরেই মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ওষুধের দোকানেই মাস্ক পাওয়া যাচ্ছে না। ট্রেনে, স্টেশন চত্বর কিংবা ফুটপাথে অবশ্য এক ধরণের মাস্ক বিক্রি হচ্ছে। সস্তায় সেই মাস্ক কেনার জন্যও ব্যস্ততাও নজরে আসছে কিছু মানুষের মধ্যে। এই সব মাস্ক ব্যবহার কতটা সঠিক এবং নিরাপদ, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিচ্ছে মাস্ক ব্যবহার নিয়ে ৷

◾মাস্ক ব্যবহার করলেই কি এই ভাইরাসের মোকাবিলা করা যাবে?

◾আদৌ সকলের এই মাস্ক ব্যবহার করার দরকার আছে ?

◾ সঠিক কি ধরণের মাস্ক ব্যবহার করা উচিৎ ?

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ঢালাওভাবে সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজনই নেই।

🔴 শুধুমাত্র যে সমস্ত মানুষ হাঁচি, সর্দি, কাশি কিম্বা জ্বরে ভুগছেন তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

🔴 যারা কোয়ারেন্টাইনে আছেন এবং তাদের দেখাশুনার জন্য যারা রয়েছেন, তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

🔴 সর্দি, কাশি, হাঁচি নেই, অথচ, শুধুমাত্র করোনা আতঙ্কেই যারা মাস্ক
ব্যবহার করছেন, তাদের অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি৷

🔴 অযথা সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই৷ আতঙ্কে যারা সাধারণ মাস্ক ব্যবহার করছেন তাতে বিপদ কমার থেকে বেড়ে যেতে পারে।

🔴 দিনের পর দিন একই মাস্ক ব্যবহার করলে অন্য একাধিক ইনফেকশন হতে পারে।

🔴 সাধারণ মানুষ যে ধরনের মাস্ক ব্যবহার করছেন, তাতে নানা বিপদের সম্ভাবনা বেশি। এই ধরনের সাধারন মাস্ক পড়ার ফলে করোনার বদলে অন্য অসুখে ভুগতে পারেন৷

[ এই প্রতিবেদনে শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়া হয়েছে৷ এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কোনও বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ কখনই বিশেষজ্ঞ- পরামর্শ দেওয়ার অধিকারী নয় ]

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version